কালেরস্বাক্ষী বহনকারী ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠা জামালপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ৯নং রানাগাছা ইউনিয়ন পরিষদ ।কালের পরিক্রমায় আজ রানাগাছা ইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আলহাজ্ব মো: আব্দুল জলিল
১) নাম – ৯নং রানাগাছা ইউনিয়ন পরিষদ।
২) আয়তন – ২৯.৭৭ (বর্গ কিঃ মিঃ)
৩) লোকসংখ্যা – ৩৯৪৭১জন (প্রায়), পুরুষ- ১৯,০৩১ জন, নারী- ২০,৪৪০ জন । (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী )
৪) গ্রামের সংখ্যা – ১৬ টি।
৫) মৌজার সংখ্যা – ১৬ টি।
৬) ওয়ার্ডের সংখ্যা- ৯টি
৭) হাট/বাজার সংখ্যা -৩ টি।
৮) মসজিদের সংখ্যা- ৭৪টি
৯) ঈদগাহের সংখ্যা- ১৩টি
১০) পূজা মন্ডবের সংখ্যা- ৩টি
১১) সশ্নান ঘাটের সংখ্যা- ০২টি
১২) কবর স্থান- ৩টি
১৩) টিবি ক্লিনিকির সংখ্যা- ১টি
১৪) প্রাইভেট হাসপাতালের সংখ্যা- ০১টি
১৫) ডাকঘরের অফিসের সংখ্যা- ৫টি
১৭) কমিউনিটি ক্লিনিক -১৪টি
১৮)বিদুৎ অফিস-১টি
১৯) শিক্ষার হার – ৪৫.৭৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
২০) কলেজের সংখ্যা- ১টি
২১) বিশ্ববিদ্যালয়ের সংখ্যা -১টি
উচ্চবিদ্যালয়ের সংখ্যা- ৬টি
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৬টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৪টি,
উপ আনুষ্টানিক বিদ্যালয়- ২৮টি
দাখেল মাদ্রাসা- ৩টি।
মক্তব- ১৬টি
নৈশ বিদ্যালয়- ১টি
২২) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
২৩) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
২৪) রেলওয়ে ষ্টেশন- ১টি
২৫) ব্যাংকের সংখ্যা- ৪টি ( সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক )
২৬) ইউপি নতুন ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং এবং ইউনিয়ন স্থাপন কাল ৫/১২/১৯৩৫ সাল ।
২৭) গ্রাম সমূহের নাম –
গোড়ারকান্দা কানিল রানাগাছা
মহেশপুর চরগোবিন্দবাড়ী বীরগোবিন্দবাড়ী
খড়খড়িয়া লোন্দহ নান্দিনা বাজার
নান্দিনা দড়িহামিদপুর শেহড়াতলী
পলাশতলা চকবেলতৈল বানারেরপাড়
কুমারিয়া
২৮) ইউনিয়ন পরিষদ জনবল –
ক) নির্বাচিত চেয়ারম্যান- ১জন
খ) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
গ) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
ঘ) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
ঙ) নাইট গার্ড- ১জন
২৯) জামালপুর সদর উপজেলা থেকে যোগাযোগের মাধ্যম – বাস/সিএনজি/রিক্সা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস